Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টার্টআপে ২০ কোটি ডলার বিনিয়োগ এসেছে: পলক


৩ মার্চ ২০২০ ১৮:৩১ | আপডেট: ৩ মার্চ ২০২০ ১৮:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে গত চার বছরে স্টার্টআপ কোম্পানিগুলোতে ২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ এসেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর একটি হোটেলে আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড-১-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক সহযোগিতা অত্যন্ত জরুরি। স্টার্টআপদের যথাযথ বিকাশের লক্ষ্যে সরকার মেন্টরিং, কোচিং ও ফান্ডিংসহ সার্বিক সহযোগিতা দিয়ে আসছে।

পলক বলেন, দেশের তরুণ উদ্যোক্তাদের সহযোগিতা করতে চলতি বাজেটে এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তাদের জন্য সিড স্টেজে এক লাখ থেকে ১০ লাখ টাকা সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া গ্রোথ স্টেজে এক কোটি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পেছনে তরুণ উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে পলক বলেন, এই খাতকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি আইডিএলসি’র মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি নতুন নতুন উদ্ভাবনী সলিউশনের মাধ্যমে দেশীয় চাহিদা পূরণ করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইডিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ খান। পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড-১-এর উদ্বোধন করেন।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্টার্টআপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর