Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি নিয়ে বিরোধের জেরে কিশোরকে কুপিয়ে হত্যা


৩ মার্চ ২০২০ ১৯:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শহীদ নুর (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় সন্তানকে বাঁচাতে এগিয়ে আসলে পিতা নাসির উদ্দিনকেও কুপিয়ে রক্তাক্ত করে হামলাকারীরা।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, নাসির উদ্দিন ও তার ভাতিজা গোলাম কাদিরের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে নাছির উদ্দিন ও তার ছেলে শহীদ নুর বাজার থেকে বাড়ি ফিরলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহীদ নুরকে মৃত ঘোষণা করেন। তার পিতা নাসির উদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কুপিয়ে হত্যা জমি নিয়ে বিরোধ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর