Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএএ নিয়ে আদালতে জাতিসংঘ, ভারতের জবাব ‘অভ্যন্তরীণ বিষয়’


৩ মার্চ ২০২০ ১৯:৫০ | আপডেট: ৩ মার্চ ২০২০ ১৯:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন- সিএএ এর বিরোধিতা করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। সংস্থাটি দেশটির সুপ্রিমকোর্টে আবেদন জমা দিয়েছে যাতে সিএএ’র বিরুদ্ধে মামলার একটি পক্ষ হিসেবে মানবাধিকার কাউন্সিলকে বিবেচনা করা হয়। এই প্রতিক্রিয়ায় ভারত সরকার জানিয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ বিষয়। খবর এনডিটিভির।

গত বছরের ডিসেম্বরে ভারতের পার্লামেন্টে পাস হয় সংশোধিত নাগরিকত্ব আইন। এরপর দেশজুড়ে শুরু হয়েছে আইনটির বিরুদ্ধে প্রতিবাদ। জাতিসংঘও নতুন আইনটিকে বৈষম্যমূলক বলে অভিহিত করেছে।

মানবাধিকার কাউন্সিলের এক মুখপাত্র বলেন, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের এই সংশোধন ভারতের মানুষের জাতীয়তায় বৈষম্যমূলক প্রভাব ফেলবে। অবৈধভাবে ভারতে প্রবেশকারীরাও সুরক্ষা ও মানবিক অধিকার পাওয়ার দাবি রাখেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন দেশের অভ্যন্তরীণ ব্যাপার। এই ইস্যুতে কোনো বিদেশি সংগঠন ভারতের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারে না।

ভারতের সুপ্রিমকোর্ট সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর