পিকআপের ধাক্কায় মা-বোনের মৃত্যু, শিশু সেঁজুতির অবস্থা আশঙ্কাজনক
৪ মার্চ ২০২০ ১৩:৫৯
নোয়াখালী: নোয়াখালীতে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এসময় ওই নারীর আরেক মেয়েসহ আহত হয়েছে তিনজন।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার সোনাইমুড়ি-চৌমুহনী সড়কের সালামের দোকান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিরওয়ারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি রানী মজুমদার (৩৫) ও তার দুই বছরের মেয়ে নিভা রানি মজুমদার। এঘটনায় আহত পলির আরেক মেয়ে সেঁজুতি মজুমদার (১১) সহ তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সেঁজুতির অবস্থা আশঙ্কাজনক।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, বেগমগঞ্জ চৌরাস্তা থেকে সিএনজি অটোরিকশাটি আপানিয়ার দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি সালামের দোকান এলাকায় পৌঁছলে উল্টো দিক থেকে আসা দ্রুতগামীর একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান পলি রানী মজুমদার ও তার ছোট মেয়ে নিভা রানি মজুমদার। আহত হয় তিনজন।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, আহতদের মধ্যে সেঁজুতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।