Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেঙে দেওয়া হলো গণফোরামের কেন্দ্রীয় কমিটি


৪ মার্চ ২০২০ ১৫:২১ | আপডেট: ৪ মার্চ ২০২০ ১৫:২৫

ঢাকা: গণফোরামের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়ে পরবর্তী কাউন্সিল না হওয়ার পর্যন্ত দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে দলটির সভাপতি ড. কামাল হোসেন। এছাড়া চলতি মাসের মধ্যে আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হবে। তবে গণফোরামের জেলা, থানা ও ওয়ার্ড কমিটিগুলো আগের মতো বহাল থাকবে বলে জানানো হয়েছে।

বুধবার (৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো কামাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠিত আহবায়ক কমিটিতে ড. কামাল হোসেন নিজেই আহবায়ক এবং সাধারণ সম্পাদক করা হয়েছে রেজা কিবরিয়াকে। রেজা কিবরিয়া গণফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

সাংগঠনিক স্থবিরতা দূর করতে গত বছরের ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে কমিটি গঠনের দায়িত্বে দেওয়া হয় সভাপতিকে। নিয়ম অনুযায়ী সাবজেক্ট কমিটি গঠনের পরিবর্তে তিন থেকে চার জন কেন্দ্রীয় নেতা নিজেদের পছন্দ অনুযায়ী কমিটি গঠন করে সভাপতির অনুমোদন করিয়ে নেয়। নবগঠিত কমিটি সাংগঠনিক অবস্থা গতিশীল করার পরিবর্তে অচলাবস্থা সৃষ্টি হয়।

ড. কামাল বলেন, ‘কতিপয় দায়িত্বশীল নেতার দায়িত্বহীন আচার-আচরণে সাংগঠনিক শৃঙ্খলার অভাব দেখা দেয়। পত্রিকায় অনাকাঙ্ক্ষিত খবর প্রকাশিত হয়, যা সংগঠনের বৃহত্তর স্বার্থে মেনে নেওয়া যায় না। তাই কাউন্সিলের ক্ষমতাবলে গত বছরের ৫ মে গঠিত গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। পরবর্তী কাউন্সিল না হওয়ার পর্যন্ত সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটি কামাল হোসেন গণফোরাম টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর