Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনমন্ত্রী ও দুদক চেয়ারম্যানের পদত্যাগ দাবি


৪ মার্চ ২০২০ ১৫:৪৪

ঢাকা: পিরোজপুরের জেলা ও দায়রা জজকে তাৎক্ষণিক প্রত্যাহার করায় আইনমন্ত্রী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বুধবার (৪ মার্চ) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আইনজীবী সমিতির ব্যানারে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

লিখিত বক্তব্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি-এর জামিন না মঞ্জুর করার কারণে পিরোজপুরের জেলা ও দায়রা জজকে আইন মন্ত্রণালয়ের আদেশে প্রত্যাহার করা হয়েছে। অবিলম্বে আইনমন্ত্রী আনিসুল হক এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ-এর অবিলম্বে পদত্যাগ দাবি করছি।’

এসময় আইন সচিব, যুগ্ম সচিব ও জামিন প্রদানকারী বিচারককে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের দাবিও করেন তিনি।

পাশাপাশি জামিন কেলেঙ্কারির ঘটনাটি হাইকোর্টের একজন বিচারপতির অধীনে সুষ্ঠ তদন্তের দাবিও জানান সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক।

পিরোজপুরের ঘটনা তুলে ধরে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এই পরিস্থিতিতে দেশবাসী মনে করছে সরকারের নির্দেশে যে কোনো ব্যক্তির জামিন হতে পারে বা সরকার চাইলে আদালতের মাধ্যমে বাতিল করতে পারে।’

তিনি বলেন, ‘বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপের কারণে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুদকের মামলায় সাজা প্রদান ও জামিন না মঞ্জুর আইন মন্ত্রণালয়ের নির্দেশেই করা হয়েছিল।’

সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির বিএনপি পন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর