Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পিরোজপুরের ঘটনায় প্রমাণ হলো— বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে’


৪ মার্চ ২০২০ ১৭:৪৭

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পিরোজপুরের ঘটনাই প্রমাণ করেছে, দেশের বিচার বিভাগ সরকার নিয়ন্ত্রণ করছে।’

বুধবার (৪ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান দুর্নীতির মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে কারাগারে পাঠানোর পর মন্ত্রণালয় থেকে তার বদলির আদেশ আসে। তিনি তার দায়িত্ব হস্তান্তরের পর বিকেলে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিন আসামিপক্ষের আবেদন মঞ্জুর করে তাদের দুই মাসের জামিনের আদেশ দেন।

এ ঘটনার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ‘আমরা অনেকবার বলেছি, বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে সরকার। পিরোজপুরের ঘটনাই তার  প্রমাণ। কারণ, দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় পিরোজপুর আওয়ামী লীগের সভাপতিকে যখন কাস্টডিওতে নিতে বলেছেন আদালত, তখন বাধ্য করা হয়েছে আদালতকে কয়েক ঘণ্টার মধ্যে জামিন দিতে।’

‘এই ঘটনা প্রমাণ করেছে যে এ দেশে আইনের শাসন নেই। এখানে বিচার বিভাগ যে স্বাধীন নয়, সেটা আরেকবার উলঙ্গভাবে প্রমাণিত হলো,’— বলেন মির্জা ফখরুল।

মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসা নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘উনি যে কথাগুলো বলেন, সেগুলোকে আমরা বেশি গুরুত্ব দিতে চাই না। মুজিববর্ষের সঙ্গে মোদির আসার সম্পর্ক নেই। সম্পর্ক এটা যে তিনি এই মুজিববর্ষেই আসছেন।’

বিজ্ঞাপন

‘আমরা যে কথাটা বলছি, তার (মোদি) দেশে এনআরসি নিয়ে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা হচ্ছে, সাম্প্রদায়িক বিভক্তি তৈরি করা হচ্ছে, সে বিষয়েই আমরা কথা বলছি। বাংলাদেশ সব রাজনৈতিক দলসহ সবাই ক্ষুব্ধ হয়েছেন এবং তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার পরিপ্রেক্ষিতে তার এই সময় আসাটা কতটুকু শোভন— সেটাই আমরা প্রশ্ন রেখেছি,’— বলেন বিএনপি মহাসচিব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, ফরহাদ হোসেন আজাদসহ অন্যরা।

পিরোজপুরে বিচারক বদলি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর