স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: নারায়ণগঞ্জে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
সোমবার বিকেলে সংবাদিকদের তিনি এ কথা বলেন।
নাসির উদ্দিন বলেন, নারায়ণগঞ্জে দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে আরও এক নারীর মৃত্যু হয়। আমাদের কাছে চিকিৎসা নিতে এসেছিলেন মোট ২২ জন, তাদের মধ্যে দুই জন অন্য জায়গায় চিকিৎসা নিতে চলে গেছেন।
তিনি বলেন, আমাদের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে। ওই মুহূর্তে যতজন চিকিৎসক এবং সেবিকা হাসপাতালে থাকার কথা ছিল- তাৎক্ষণিকভাবে আমরা তা বাড়িয়েছি।
সারাবাংলা/জেএ/এটি