Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ৩ কেজি সোনাসহ যাত্রী আটক


৫ মার্চ ২০২০ ০১:২০

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩ কেজি সোনাসহ মালয়েশিয়া থেকে আসা যাত্রী শেখ সাদিকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ ইউনিট। বুধবার (৪ মার্চ) মধ্যরাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সোলাইমান হোসেন।

তিনি জানান, চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিম বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে। নজরদারি ও তল্লাশীর একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আসা যাত্রী শেখ সাদিকে তল্লাশি করা হয়। তখন তার কাছে ২ কেজি ৯৫০ গ্রাম সোনা পাওয়া যায়।

বিজ্ঞাপন

জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন সোলাইমান।

মালয়েশিয়া স্বর্ণ উদ্ধার স্বর্ণ জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর