Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনার বার-সিগারেটসহ ৯ বিমানযাত্রী আটক


৫ মার্চ ২০২০ ১৪:১০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দুবাই থেকে আসা ৯ বিমানযাত্রীকে সোনার বার ও বিদেশি সিগারেটসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বিমানবন্দরের মূল প্রবেশপথ দিয়ে বের হবার সময় চেকপোস্টে তাদের বহনকারী গাড়িতে তল্লাশি করা হয়।

আটক ৯ জন হল- ফেনী জেলার সাজ্জাদ মহেশ (২৭), আলী হোসেন (৪২), আবদুল আজিম (২৭), আব্দুল্লাহ আল মামুন (২৫), সাহাবুদ্দীন (২৮), সৈয়দ নাজিম উদ্দীন (৩৫) ও আবুল কালাম (৪২) এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রশিদুল করিম (২২) ও হাটহাজারী উপজেলার মো. হারুন (৩৫)।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আটক নয়জনের সবাই দুবাই থেকে এসেছেন। সকাল সাড়ে ৮টার দিকে তারা বিমানবন্দর থেকে বের হবার সময় আটক করা হয়েছে। তাদের কাছে একটি সোনার বার, বিপুল পরিমাণ সিগারেট পাওয়া গেছে। ঘোষণা বর্হিভূতভাবে তারা এসব পণ্য এনেছে। তাদের মধ্যে কয়েকজন আগেও কয়েকবার দুবাই থেকে একইভাবে পণ্য এনেছেন।’

আটক ৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই র‌্যাব কর্মকর্তা।

আটক বিমানবন্দর সোনার বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর