বাসাবোতে ফ্যানে ঝুলন্ত স্নাতক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
৫ মার্চ ২০২০ ২২:০৫
ঢাকা: সবুজবাগ বাসাবোর একটি বাসা থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় রাবেয়া আক্তার মৌসুমী (২১) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্পর্কে ফুপাত ভাইয়ের সঙ্গে বিয়ের সম্পর্ক নিয়ে পারিবারিক কলহের জের ধরে মৌসুমী আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা পরিবারের।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে সবুজবাগ থানা পুলিশ মৌসুমির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
মৌসুমী পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার পূর্ব আলীপুর গ্রামের মো. ইউনুসের মেয়ে। পরিবারের সঙ্গে সবুজবাগ কদমতলা পূর্ব বাসাবোর একটি বাসায় ভাড়া থাকতেন। ঢাকা মহানগর মহিলা কলেজে স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
মৌসুমীর ভগ্নিপতি ফিরোজ আহমেদ জানান, দুই ভাই-বোনের মধ্যে মৌসুমী ছিল ছোট। ফুপাত ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মৌসুমীর। তবে মৌসুমীর সম্মতিতেই একবছর আগে অন্য এক পাত্রের সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়। বিল্লালের সঙ্গে তার আর কোনো যোগাযোগ ছিল না। তবে বিল্লালের দাবি, তিন মাস আগে সে মৌসুমীকে বিয়ে করেছে।
ফিরোজ আহমেদ আরও জানান, বিষয়টি নিয়ে গত রাতে মৌসুমীকে বকাঝকা করেন তার মা হালিমা বেগম। ভোরের দিকে সবাই বুঝতে পারে, মৌসুমী গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে ভোরের দিকে সবুজবাগের বাসা থেকে মৌসুমী নামে এক মেয়ের মরদেহ উদ্ধার করেছি। যতদূর জানা গেছে, পরিবারের কাউকে কিছু না জানিয়ে মৌসুমী মাস তিনেক আগে তার ফুপাত ভাই বিল্লালকে বিয়ে করে। বিষয়টি গত রাতেই জানাজানি হয়। এ নিয়ে তার মা বকাঝকাও করেন। এ কারণেই মৌসুমী আত্মহত্যা করে থাকতে পারেন।