হবিগঞ্জে মাইক্রোবাস দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু
৬ মার্চ ২০২০ ০৯:০৮
হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় ৯ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাক্ষৎণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাওয়ে দুর্ঘটনাটি ঘটে। হবিগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আইয়ুব সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এরশাদুল হক সারাবাংলাকে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করে। মাইক্রোবাসের ভিতর থেকে আহতদের ও মৃতদেহ বের করে নিয়ে আসে।
ওসি এরশাদুল হক আরও বলেন, এক বছর আগে একইস্থানে একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লাগলে মারা যান ৯জন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ৬ টার দিকে ঢাকা থেকে সিলেটগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯-৫৪৬২) কান্দিগাঁও বক্কর মিয়ার বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে সিলেটে প্রেরণ করা হয়। এছাড়া পরবর্তীতে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আরও একজন মারা যান বলে জানান এএসআই ফারুক।