মেট্রোরেলের কাজ করার সময় শ্রমিকের মৃত্যু
৬ মার্চ ২০২০ ১৯:৪২
ঢাকা: রাজধানীর হাইকোর্ট এলাকায় মেট্রোরেলের কাজ করার সময় রড চাপা পড়ে আহত সবুজ ইসলাম (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বেলা ২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সবুজের মৃত্যু হয়।
নিহত সবুজ নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে বাস করতেন তিনি।
সবুজের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, তারা একসঙ্গেই মেট্রোরেল প্রকল্পে কাজ করেন। শুক্রবার সকালে হাইকোর্ট এলাকায় রাস্তার উপরে রেলের রড বাঁধার কাজ করছিলেন তারা। এ সময় কয়েকটি রড কাত হয়ে তাদের উপর পড়ে। শফিকুল সরে আসতে পারলেও সবুজের বুকে জোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে প্রায় একইসময়ে রাজধানীর মিন্টো রোডে ডিবি অফিসের নির্মাণাধীন প্রধান ফটক ধসে চার শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতরা হলেন, রাজমিস্ত্রী রবিউল ইসলাম (৩৫), রড মিস্ত্রী মিলন শেখ (৩৫), ঢালাই মিস্ত্রী আ. রশিদ (৬০) ও ইলিয়াস হোসেন (৩৫)।