Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ


৬ মার্চ ২০২০ ২০:৩৬

বগুড়া: বগুড়ার ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শুক্রবার (৬ মার্চ) দুপুরে সবুজ মিয়া (১৮) নামে একজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর বাবা।

ওই শিক্ষার্থীর বাবা জানান, সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের ওই এসএসসি পরীক্ষার্থীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল জয়শিং গ্রামের সবুজ মিয়া। কিন্তু প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে সে। গত ৩ মার্চ তার মেয়ে বাড়ী থেকে বের হয়ে ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যায়। কিন্তু পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পরপরই সবুজ মিয়া ও তার কয়েক সহযোগী জোর করে তাকে একটি সিএনজিচালিত অটোরিকসায় তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এরপর থেকে মেয়ের সন্ধান না পেয়ে শুক্রবার দুপুরে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বগুড়ার ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এসএসসি পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্র থেকে অপহরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর