Monday 30 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহরণের ২ দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার


৭ মার্চ ২০২০ ১৪:১৯

গাজীপুর: রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে অপহরণের দুদিন পর মাদরাসা ছাত্র ইব্রাহিমের লাশ গাজীপুরের মিরেরগাঁও এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে মিরেরগাঁও এলাকার রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।

নিহত ইব্রাহিম হাজারীবাগ এলাকার মনির হোসেনের ছেলে। সে স্থানীয় দারুল উলুম মাদ্রাসার ছাত্র ছিল।

সদর থানার ওসি আলমগীর হোসেন ভূইয়া জানান, শনিবার সকালে সিটি করপোরেশনের মিরেরগাঁও এলাকায় রেললাইনের পাশে ইব্রাহিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

তবে পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এর আগে গত ৫ মার্চ হাজারীবাগ এলাকা থেকে নিখোঁজ হন ইব্রাহিম। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির পর তাকে না পেয়ে নিহত ইব্রাহিমের বাবা মনির হোসেন হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে মনির হোসেনের কাছে মুক্তিপণের টাকা দাবি করে। উপায় না পেয়ে মনির হোসেন বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা অপহরণকারীদের দেয়। কিন্তু তারপরও ছেলের সন্ধান পাননি। আজ সকালে ইব্রাহিমের মরদেহ গাজীপুরের মিরেরগাঁও এলাকায় রেললাইনের পাশে পাওয়া যায়।

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর