Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লা থেকে ‘জেএমবি’র ৪ সদস্য আটক


৭ মার্চ ২০২০ ১৭:২৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৭ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র‌্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন-মাশরুর আনোয়ার চৌধুরী ওরফে লোন উলফ, কায়সার আলম, আরিফ ইবতিয়াজ মোহাম্মদ রিবাত ও হাফেজ রাকিবুল ইসলাম।

র‌্যাব-১১ এর অধিনায়ক জানান, শনিবার রাতে সাইনবোর্ড এলাকায় একটি খাবারের হোটেলে নাশকতার পরিকল্পনা করার জন্য জঙ্গিরা বৈঠক করছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে এদের আটক করে। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদ ছড়ানোর মতো কিছু বই ও লিফলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, এক বড় ভাইয়ের মাধ্যমে তারা জেএমবিতে যোগ দিয়েছেন। জেএমবিতে যোগদানের পর নারায়ণগঞ্জসহ দেশেরে বিভিন্ন অঞ্চলে জেএমবি’র সদস্যদের সঙ্গে তারা যোগাযোগ করে আসছিলেন। তারা অনলাইন থেকে বিভিন্ন বই ও ভিডিও ডাউনলোড করে বিতরণ করেন। গোপনে সংগঠিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করছিলেন বলেও তারা স্বীকার করেছেন।

জেএমবি জেএমবি সদস্য আটক র‌্যাব-১১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর