Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোনো মেজরের ডাকে জনগণ স্বাধীনতাযুদ্ধে অংশ নেয়নি’


৭ মার্চ ২০২০ ১৯:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেদ্দা: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ইঙ্গিত করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল ফয়সাল আহমেদ বলেছেন, কোনো মেজরের ডাকে জনগণ স্বাধীনতাযুদ্ধে অংশ নেয়নি। বঙ্গবন্ধুর ডাকে আপামর জনগণ স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। নতুন প্রজন্মকে স্বাধীনতাযুদ্ধের এই সঠিক তথ্য জানাতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভায় এ সব কথা বলেন কনসাল জেনারেল ফয়সাল আহমেদ।

শনিবার (৭ মার্চ) কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রথম সচিব কে এম সালাউদ্দিন আহমেদের পরিচালনায় আলোচনা সভায় আগত প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান কনস্যুলেটের কর্মকর্তারা। এ সময় কনসাল জেনারেল ফয়সল আহমেদ বঙ্গবন্ধুর ৭ ই মার্চের আলোকে শুভেচ্ছা বক্তব্য দেন। এ ছাড়াও প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে প্রবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী কমিউনিটি নেতারা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সাংবাদিকসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

করোনাভাইরাস জেদ্দার ফয়সাল আহমেদ মুজিববর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর