Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশের নারীরা আজ এগিয়ে’


৮ মার্চ ২০২০ ১৭:২১

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাংলাদেশের নারীরা আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নারী উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পাচ্ছে। এরইমধ্যে নারী ক্ষমতায়ন ও উন্নয়নে সরকার ব্যাপকভাবে কাজ করেছে।’

রোববার (৮ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তারাবো পৌরসভা কার্যালয়ের সামনে থেকে রূপগঞ্জ উপজেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হা‌সিনা গাজীর নেতৃত্বে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি তারাবো পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় তারাবো পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। সরকারি-বেসরকারিসহ তৃণমূল পর্যন্ত সর্বক্ষেত্রে এখন নারীর উপস্থিতি দৃশ্যমান। বাংলাদেশে সর্বক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা এখন এগিয়ে যাচ্ছে।’

দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ এবং অবদান এখন দৃশ্যমান উল্লেখ করে তিনি আরও বলেন, ‘উন্নত বিশ্বের মতো বাংলাদেশের নারীরাও শিক্ষা ও যোগ্যতা বলে নিজ নিজ অবস্থানে ভূমিকা রেখে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালতে নজর দিলেই এর প্রমাণ মেলে। কর্মক্ষেত্রে মেয়েদের উপস্থিতি জানিয়ে দেয় বাংলাদেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। দেশের প্রতিটি কর্মক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ সার্বিক উন্নয়ন বেগবান করেছে। ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশায় তাদের সময়োপযোগী অবস্থান দেশকে নিরন্তর ধারায় সামনে নিয়ে যাচ্ছে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপ‌স্থিত ছিলেন- তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার স‌চিব তাজুল ইসলাম, উপজেলা ম‌হিলা সংস্থার কর্মকর্তা সাহারা খাতুন, তারা‌বো পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, আসমা বেগম, লায়লা পারভীন ও জোসনা বেগম, তারাবো পৌরসভা ম‌হিলালী‌গের সভাপ‌তি হা‌সি বেগম, সাধারণ সম্পাদক ছালমা বেগম, তারাবো পৌরসভা যুবম‌হিলা লীগের সভাপ‌তি সান‌জিদা পারুলসহ আরও অনেকে।

আওয়ামী মহিলা লীগ নারী অধিকার নারীর অধিকার মেয়র হাসিনা গাজী শেখ হাসিনা

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর