Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেজরের বাঁশির ফুঁ তেই সবাই ঝাঁপিয়ে পড়েছিল: জাফরুল্লাহ


৮ মার্চ ২০২০ ১৮:২৬

ঢাকা: একজন মেজরের বাঁশির ফুঁ-তেই মহান মুক্তিযুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়েছিল বলে দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি করেন।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি এবং গ্যাস-বিদ্যৎ-পানির দাম বাড়ানো প্রতিবাদে এ মানববন্ধন আয়োজন করা হয়।

এর আগে, শনিবার (৭ মার্চ) এক বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কোনো মেজরের বাঁশির ফুঁ-তে বাংলাদেশ স্বাধীন হয়নি।’

এর জবাবে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনি একটা ভুল কথা বলেছেন। সে সময় সেই বাঁশির ফুঁ-টাই গুরুত্বপূর্ণ ছিল। ৭ই মার্চ যেমন সবাইকে আকর্ষণ করেছিল। ২৭ মার্চের ঘোষণাটাও সবাইকে আকর্ষণ করেছিল। ওই সময় সবাই ও রকম একটা বাঁশির ফুঁ’র জন্য অপেক্ষা করছিলেন। বাঁশির ফুঁ শোনার পর সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন। সুতরা ৭ মার্চ আর ২৭ মার্চের মধ্যে খুব বেশি ফাঁরাক নেই।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে সম্মান করতে শিখুন। জিয়াউর রহমানকে ছোট করলে শেখ মুজিব বড় হবে না। দিনের আলো দেখতে চেষ্টা করুন। ভারতকে চিনতে শিখুন। মোদির আসাকে বাতিল করুন। তা না হলে দেখবেন ১৭ই মার্চ প্রতিবাদে নামবে। আপনার পুলিশকে সংযত হয়ে থাকতে বলুন। তা না হলে দেশে মারামারি হবে— এটা কোনোভাবেই কাম্য নয়।’

তিনি বলেন, ‘ভারতের সব জায়গায় হত্যাযজ্ঞ চলছে। সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। এর মূল হোতা হচ্ছে নরখাদক নরেন্দ্র মোদি। তাকে কোনোক্রমেই বাংলাদেশে আসতে দেওয়া উচিত হবে না। ভারতে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে, বাংলাদেশে হয় নাই । তাই নরখাদক মোদি বাংলাদেশে আসলে তার সঙ্গে করোনাভাইরাস আসতে পারে। এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকা দরকার।’

বিজ্ঞাপন

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য ১১ তারিখ আপনাদের আন্দোলন যুক্তিসঙ্গত। তার সঙ্গে বাংলাদেশে নরেন্দ্র মোদি আসার বিরুদ্ধে কথা বলুন। তাহলে দেখবেন জনগণ আপনাদের পাশে দাঁড়িয়েছে।’

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, কৃষক দলের নেতা লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার ও কে এম রকিবুল ইসলাম রিপনসহ অনেকে।

দেশ ফুঁ বাঁশি মেজর স্বাধীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর