Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মস্কোতে করোনা প্রতিরোধের নিয়ম না মানলে জেল


৮ মার্চ ২০২০ ১৮:৪৮

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে রাশিয়ার রাজধানী মস্কো কর্তৃপক্ষ। রোববার (৮ মার্চ) শহর কর্তৃপক্ষের এক ঘোষণায় জানানো হয়, করোনাভাইরাস প্রতিরোধে যেসব নিয়ম মানার পরামর্শ দেওয়া হয়েছে তা যদি কেউ অমান্য করেন তবে তাকে জেল খাটতে হতে পারে।

এদিকে, রোববার মস্কো শহরকে ‘হাই এলার্ট অঞ্চল’ বলে ঘোষণা করা হয়েছে। শহর কর্তৃপক্ষের ঘোষণায় বলা হয়েছে, রোগের প্রাদুর্ভাব ঠেকাতে এমন কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।

বিজ্ঞাপন

মস্কোর স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বলা হয়, চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন থেকে যারা মস্কোতে প্রবেশ করছেন তারা নিজে অন্তত ১৪ দিন অন্যদের সংস্পর্শ এড়িয়ে আলাদা থাকতে হবে। এ নির্দেশনা অমান্য করলে জেলে যেতে হবে তাদের।

করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর