নারী দিবসে ৯ নারীকে সম্মাননা
৮ মার্চ ২০২০ ২০:১৬
ঢাকা: নারী দিবসে নারীদের সম্মাননা দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) জেন্ডার ও উন্নয়ন ফোরাম। স্থানীয় সরকার প্রকৌশলী আয়োজিত অনুষ্ঠানে ৯ নারীকে সম্মাননা দেওয়া হয়। এবার আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’।
রোববার (৮ মার্চ) রাজধানীর এলজিইডি ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর এলজিইডি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপত্বি করেন স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী মতিয়ার রহমান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ৯ জন শ্রেষ্ঠ স্বাবলম্বী নারীকে এলজিইডি প্রদত্ত সম্মাননা পুরস্কার ও জনপ্রতি ১ম পুরস্কার ১২ হাজার টাকা, ২য় পুরস্কার ১১ হাজার টাকা ও ৩য় পুরস্কার ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত নারীরা হচ্ছে- পল্লী উন্নয়ন সেক্টরে আঞ্জুরা আক্তার, অনিতা রাণী, মোছা. লাভলী খাতুন, নগর উন্নয়ন সেক্টরে রুবি আক্তার, মোসাম্মৎ লাকী বেগম, রাফেজা আক্তার, পানি সম্পদ উন্নয়ন সেক্টরে রুজিনা খাতুন, লিপি বেগম ও ছাবিনা বেগম।
অনুষ্ঠানে তাজুল ইসলাম বলেন, ‘নারী সমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। এশিয়ার জাপান, চীন, সিংঙ্গাপুর, থাইল্যান্ডসহ যেসব দেশ আজ উন্নত হয়েছে সেখানে নারীরা আগে এগিয়ে এসেছে। নারীদের সহযোগিতা ছাড়া দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয়।’ শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে নারী উন্নয়নের ফলেই সকলক্ষেত্রে সাফল্য এসেছে বলেও উল্লেখ করেন তিনি।