‘মুজিববর্ষ উপলক্ষে মোদি আসবে জেনে আমরা আনন্দিত’
৮ মার্চ ২০২০ ২২:০০
ঢাকা: শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে মোদির আগমনে আমরা আনন্দিত। তার এই সফর বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সুমুধুর ও বেগবান করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দু’দেশের মধ্যকার অনিষ্পত্তিকৃত বিষয়গুলোও দ্রুত সমাধান সম্ভব হবে বলেও আমরা বিশ্বাস করি।
রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, ‘আগামী ১৭ মার্চ থেকে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় থেকে ২৬ মার্চ ২০২১ সাল পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বছরব্যাপি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।’
শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে জিএম কাদের আরও বলেন, ‘আমাদের মহান নেতার জন্মবার্ষিকীতে ভারতীয় জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো অবশ্য পালনীয় কর্তব্য। ভারতের জনগণ ও সরকারের প্রতিনিধিত্বকারী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি ও তার সকল সফরসঙ্গীকে আমরা বাংলাদেশে স্বাগত জানাই।’
তিনি আরও বলেন, ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদ্বয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারতের জনগণ ও সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে, বিপদে পাশে দাঁড়িয়েছে। এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, আহার-বাসস্থানের ব্যবস্থা করেছে। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করেছে।’
প্রত্যেক জাতির সামনে একজন আদর্শ নেতার প্রয়োজন উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘যার কর্মময় জীবন অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে। বঙ্গবন্ধু সে ধরণেরই একজন মানুষ। তাঁর জীবনের বিভিন্ন দিকগুলো উপস্থাপন করলে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনে চলার অনুপ্রেরণা পাবে এবং তাদের মধ্যে দেশের সেবায় নিজেদের উৎসর্গ করার মানসিকতা তৈরি হবে।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কোনো দলের একক সম্পদ নন, তিনি দলমত নির্বিশেষে সকল বাঙালি জাতির সম্পদ বলেও উল্লেখ করে জাতীয় পার্টির এ নেতা।