Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার করোনাভাইরাসে আক্রান্ত ইতালির সেনাপ্রধান


৯ মার্চ ২০২০ ০৫:০১

ইতালির সেনাপ্রধান সালভেতর ফারিনার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ফলে তাকে তার নিজ বাড়িতে অন্তত দুই সপ্তাহের জন্য আলাদা থাকতে হচ্ছে। খবর আরটি’র।

রোববার (৮ মার্চ) জেনারেল ফারিনা অসুস্থবোধ করলে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, তার শরীরের করোনাভাইরাসের অস্তিত্ব রয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে তিনি ১৪ দিন তার বাড়িতে অন্যদের সংস্পর্শ এড়িয়ে একা থাকার সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

সালভেতর ফারিনা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এরই মধ্যে দেশটির ভারপ্রাপ্ত সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে। ফারিনার অবর্তমানে জেনারেল বনাতো এ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে সবচেয়ে বেশি ছড়িয়েছে এ ভাইরাস। দেশটির উত্তরাঞ্চলে ১ কোটি ৬০ লাখ বাসিন্দাকে এরই মধ্যে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে। সরকারি তথ্যানুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশটিতে ৩৬৬ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্ত ইতালি করোনাভাইরাস সেনাপ্রধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর