Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উৎপাদকদের দরযুদ্ধ, এশিয়ায় পড়ে গেছে তেলের বাজার


৯ মার্চ ২০২০ ১০:২৪

ছবি-বিবিসি

তেলের দাম ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে এশিয়ার দেশগুলোতে। বিশ্লেষকরা তেলের এই বাজার পড়ে যাওয়াকে উৎপাদকদের দরযুদ্ধের ফলাফল বলে আখ্যা দিয়েছেন। সোমবার (৯ মার্চ) এ খবর জানিয়েছে বিবিসি।

এদিকে, এশিয়ার খোলাবাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম সোমবার (৯ মার্চ) ৫০ মার্কিন ডলার পর্যন্ত কমে গেছে।

এর আগে, করোনাভাইরাসের কারণে চাহিদা কমে যাওয়ায় বিশ্বে তেল উৎপাদকদের জোট ওপেক এবং তাদের মিত্র রাশিয়া তেলের দাম কমানোর জন্য যৌথভাবে কাজ শুরু করেছিল। শুক্রবার (৬ মার্চ) ওপেকভুক্ত ১৪ দেশ এবং ওপেকের সদস্য নয় এমন দেশগুলো আলোচনায় বসার পরেই ৩০ শতাংশ পর্যন্ত তেলের দাম কমে যায়।

কিন্তু, বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ হিসেবে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহান্তে দাম কমিয়ে দিলেও শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত তারা রাশিয়াকে উৎপাদন কমানোর ব্যাপারে রাজি করাতে পারেনি।

এ ব্যাপারে মরগ্যান স্টানলির বিশ্লেষক মার্টজিন র‍্যাটস বিবিসিকে জানিয়েছেন, মার্কেট শেয়ার ধরার জন্য ওপেকভুক্ত দেশগুলো এখন আরও ব্যাপকভাবে তেল উত্তোলন শুরু করবে। যেহেতু, তেল উৎপাদন থেকে বিরত থাকার জন্য খুব সামান্য ইনসেনটিভ ঘোষণা করা হয়েছে। তাই, কমে যাওয়া চাহিদার প্রেক্ষিতে তেলের বাজারে মজুত অসমানুপাতিক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

টপ নিউজ তেলের দাম রাশিয়া সৌদি আরব


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর