Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসের প্রভাব, পুঁজিবাজারে বড় দরপতন চলছে


৯ মার্চ ২০২০ ১১:৪৮

ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত তিন রোগীর সন্ধান পাওয়ার পরদিন পুঁজিবাজারে বড় দরপতন শুরু হয়েছে। সোমবার (৯ মার্চ) বড় ধরনের দরপতন দিয়ে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পতনের মাত্রাও উর্ধ্বগামী হয়। দেশে করোনা শনাক্ত ও এর পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বিগ্নতা থেকেই শেয়ারের এই অবস্থা বলে জানিয়েছেন পুঁজিবাজার বিশ্লেষকরা।

সোমবার সকাল সাড়ে দশটায় যথাসময়ে লেনদেন শুরু হয়। লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক একশ পয়েন্ট কমে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুঁজিবাজারে পতনের তীব্রতাও আরো বাড়তে থাকে। লেনদেন শুরুর ১ ঘন্টার মধ্যে অর্থ্যাৎ সকাল সাড়ে ১১ টায় ডিএসই‘র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০৯ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮ পয়েন্টে নেমে আসে। ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানির মধ্যে ৩৩৮ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। বিপরীতে দাম বেড়েছে মাত্র ৩টির এবং ৭ প্রতিষ্ঠানের শেয়ারের দামে কোনো পরিবর্তন আসেনি। এটি সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে একদিনে সর্বোচ্চ দরপতন।

বিজ্ঞাপন

করোনাভাইরাস টপ নিউজ দরপতন শেয়ারবাজার

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর