ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করবে কার্য উপদেষ্টা কমিটি। আগামী ১১ মার্চ (বুধবার) সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশেষ অধিবেশনে বিদেশি অনেক অতিথির সংসদে বক্তব্য রাখার কথা রয়েছে। বিশেষ করে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বেশ কয়েকজনের। করোনা ভাইরাসের কারণে তাদের বাংলাদেশ সফর বাতিল হতে পারে, সে জন্য বিশেষ অধিবেশন স্থগিত হতে পারে।
উল্লেখ্য, গত ৩ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশেষ অধিবেশনের আহ্বান করেছিলেন।