‘করোনা সংক্রমিত দেশগুলোর সঙ্গে ফ্লাইট বন্ধের পরিকল্পনা নেই’
৯ মার্চ ২০২০ ১৯:২৪
ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া দেশগুলোতে ফ্লাইট বন্ধের কোনো পরিকল্পনা নেই। এছাড়া তিনি বলেন, ‘বেসরকারি হাসপাতালে আইসোলেশন ইউনিট খোলার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।’
সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাস সংক্রান্ত এক প্রেসব্রিফিংয়ে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
এই ব্রিফিংয়ের আগে মন্ত্রণালয়ে করোনাভাইরাস নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
জাহিদ মালেক বলেন, ‘থার্মাল স্ক্যানার করোনা ডিটেক্ট করে না। সিম্পল জ্বর হলে সেটা শনাক্ত করতে পারে। বিদেশ থেকে যারা জ্বর নিয়ে আসে তাদের কোয়ারেন্টাইন করি, যাদের জ্বর নেই তাদের সেল্ফ কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’
এদিকে বৈঠকে উপস্থিত সংশ্লিষ্টদের কাছ থেকে জানান গেছে, বৈঠকে জাননো হয়, দেশের বিভিন্ন স্থানে বিদেশ ফেরত যাত্রীদের হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। কার্যক্রমটি সমন্বয় করছেন আইইডিসিআর, জেলা সিভিল সার্জন কার্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়। সকল মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড স্থাপনের কার্যক্রম চলছে।
তিনি আরও জানান, সকল হাসপাতালে পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী) সহ অন্যান্য সকল চিকিৎসা সংক্রান্ত সামগ্রী সরবরাহ ব্যবস্থা হালনাগাদ করা হচ্ছে। দেশের বিভিন্ন হাসপাতালের আইসিইউ-তে কর্মরত চিকিৎসকদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল হাসপাতাল, জেলা সিভিল সার্জন কার্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা কার্যালয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান, চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া ক্লিনিক্যাল ব্যবস্থাপনা নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।
বাংলাদেশ-কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালকে কোভিড-১৯ রোগীদের জন্য রেফারেল হাসপাতাল হিসেবে নির্দিষ্ট রাখা। সংক্রামক ব্যাধি হাসপাতাল ও মহাখালীতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আইইডিসিআর ল্যাবরেটরিতে এ ভাইরাস শনাক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।