Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: ছাগলনাইয়া সীমান্ত হাট বন্ধ ঘোষণা


৯ মার্চ ২০২০ ১৯:৫৬

ফেনী: কোভিড-১৯ সংক্রমণের আশঙ্কায় ফেনীর ছাগলনাইয়া ও ভারতের দক্ষিণ ত্রিপুরার শ্রী নগর সীমান্ত হাট সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের হাট কর্তৃপক্ষ।

ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, দুই দেশের জেলা প্রশাসক পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে সীমান্ত হাট সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কতদিন পর্যন্ত বন্ধ থাকবে সেটি পরে সিদ্ধান্ত নেয়া হবে। করোনাভাইরাস সংক্রমণ রোধে গণজমায়েত এড়াতে হাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

সীমান্ত হাটের ব্যবসায়ী সমিতির নেতা আতাউর সানি বলেন, জেলা প্রশাসনের হাট বন্ধের সিদ্ধান্ত ভালো হয়েছে। ব্যবসায়ীরা সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও সামগ্রিকভাবে সবার জন্য ভালো। আগে জীবন পরে অর্থ বলে তিনি মন্তব্য করেন।

করোনাভাইরাস কোভিড-১৯ ফেনী সীমান্ত হাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর