Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনীতে ‘করোনা’ মোকাবিলায় প্রস্তুত হচ্ছে ৬০ শয্যা


৯ মার্চ ২০২০ ২১:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনী: ফেনীতে করোনাভাইরাস মোকাবিলায় সবরকম প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন। তিনি জানান, সম্ভাব্য আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে জেলার বিভিন্ন স্থানে ৬০ শয্যার প্রস্তুতি নেয়া হচ্ছে।

সিভিল সার্জন জানান, ফেনীর মহিপালে ২০ শয্যাবিশিষ্ট ট্রমা সেন্টার ও ২০ শয্যা বিশিষ্ট সোনাগাজীর মঙ্গলকান্দি হাসপাতালকে প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে। তিনি আরও জানান, সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকারভেদে ২ এবং ৩ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড প্রস্তুতির কাজ চলছে।

তিনি বলেন, এরই মধ্যে করোনাভাইরাসের সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় ফেনী জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডের পাশে পাঁচ শয্যা বিশিষ্ট একটি ‘আইসোলেশন ওয়ার্ড’ স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

ফেনী জেনারেল হাসপাতালে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঞা জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় আরএমওকে প্রধান সমন্বয়কারী করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, সম্ভাব্য ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় চিকিৎসকদের প্রয়োজনীয় গাউন সরবরাহ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিভিন্ন সরঞ্জামও রাখা হয়েছে।

করোনাভাইরাস কোভিড কোভিড-১৯ ফেনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর