Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংযোগ’ প্রকল্পের যাত্রা শুরু


৯ মার্চ ২০২০ ২২:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা-বাবাদের পরিবার পরিকল্পনা সেবা নেয়া নিশ্চিত করতে যাত্রা শুরু করলো ‘সংযোগ’ প্রকল্প। বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ও সেভ দ্য চিলড্রেন এর পরিচালনায় সোমবার (৯ মার্চ) রাজধানীর গুলশানে হোটেল আমারির ইডেন হলে সোমবার প্রকল্পটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ. খ. ম. মহিউল ইসলাম।

বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও অন্যান্য সহযোগী সংস্থার সম্মিলিত প্রয়াসে প্রথম সন্তান জন্মদানকারী পিতামাতার পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সেবা গ্রহণ করতে কাজ করবে ‘সংযোগ’ প্রকল্পটি। প্রাথমিকভাবে প্রকল্পটি নোয়াখালী জেলার দুটি উপজেলায় (কবিরহাট ও সুবর্ণচর) কার্যক্রম পরিচালনা করবে এবং ধীরে ধীরে অন্যান্য উপজেলায় প্রকল্পটি বিস্তৃত হবে।

বিজ্ঞাপন

পরিবার পরিকল্পনা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সংযোগ সেভ দ্য চিলড্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর