Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে এনডিএ’র মানববন্ধন


১০ মার্চ ২০২০ ১৩:৩৮

ঢাকা: বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। মঙ্গলবার (১০ মার্চ) দুপু‌রে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।

বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে নাভিশ্বাস উঠে গেছে জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, ‘কোনো কারণ ছাড়াই বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধি একেবারেই অনুচিত। তাই সরকারের কাছে আমাদের অনুরোধ অবিলম্বে পানি ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করা হোক।’

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, ‘বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঘোড়া লাগামহীনভাবে ছুটে চলেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মধ্যবিত্তদের জীবনযাত্রার ব্যয় বহুলাংশে বেড়েছে। এরপরে আসছে রোজার মাস, তখন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য আরও বেড়ে যাবে।’

বর্তমান সরকারের আমলে ধনীরা আরও ধনী হচ্ছে, গরিবরা আরও গরিব হচ্ছে, আর মধ্যবিত্তরা জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে। তাই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এনডিএ দ্রব্যমূল্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর