Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনার কিছুটা প্রভাব এডিপিতে পড়লেও আশঙ্কার কিছু নেই’


১০ মার্চ ২০২০ ১৫:৩৮

ঢাকা: করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে কিছুটা প্রভাব বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) পড়লেও খুব বেশি আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, ‘চলতি অর্থবছরে ৮ মাসে (জুলাই থেকে ফেব্রুয়ারি) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৩৭.০৯ শতাংশ। ’

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বিফ্রিং শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব তথ্য দেন। তিনি জানান, এ বছরে এডিপি বাস্তবায়নের হার গত অর্থবছরে একই সময়ের তুলনায় কিছুটা কম। গত অর্থবছরে বাস্তবায়ন হয়েছিল ৩৯.১৩ শতাংশ।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ‘তবে গত ৮ মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে ৭৯ হাজার ৭৮৫ কোটি ৮৬ লাখ টাকা। যেখানে গত অর্থবছরে ৮ মাসে ব্যয় হয়েছিল ৭০ হাজার ৭৭১ কোটি ৭৮ লাখ টাকা। এ হিসেবে গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরে অর্থ ব্যয় বেশি হয়েছে।’

বার্ষিক উন্নয়ন

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর