Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত


১০ মার্চ ২০২০ ১৭:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ মোকাবিলায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (১০ মার্চ) সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে করোনাভাইরাস আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়। সেইসঙ্গে নিজেদের সুরক্ষিত রেখে কীভাবে এই ভাইরাস আক্রান্ত রোগীকে সেবা দিতে হবে সে বিষয়ে ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো: জাকিরুল বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর যে নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী কাজ করে যাচ্ছেন তারা। সরকারী নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস মোকাবিলায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলাসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই বিষয়টি নিয়ে আতংকিত না হতে স্থানীয়দের প্রতি অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

আইসোলেশন ইউনিট করোনা ইউনিট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর