মাস্কসহ জীবানুনিরোধকের দাম বৃদ্ধি রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান
১০ মার্চ ২০২০ ১৭:৫২
বগুড়া: করোনাভাইরাস নিয়ে চলমান আতঙ্কের মধ্যে যেন কেউ বেশি দামে মাস্ক, হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজার বিক্রি করতে না পারে সেজন্য অভিযান চালাচ্ছে বগুড়া জেলা প্রশাসন।
সোমবার (৯ মার্চ) বিকেল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আকতার ও রোমানা রিয়াজের নেতৃত্বে শুরু হয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান।
অভিযানের প্রথম দিন সোমবার বেশি দামে মাস্ক বিক্রি করায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসময় পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক ও আর্মড পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতের সঙ্গে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আকতার জানান, প্রয়োজনীয় এসব জিনিসের দাম যেন না বাড়ে সেজন্য তারা অভিযান অব্যাহত রাখবেন।