Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: চট্টগ্রামে রসায়ন অলিম্পিয়াড স্থগিত


১০ মার্চ ২০২০ ১৮:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর রসায়ন অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে। জাতীয়ভাবে মুজিববর্ষের অনুষ্ঠানও সীমিত করার পর অলিম্পিয়াডের আয়োজকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ১৩ মার্চ, শুক্রবার চট্টগ্রামে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চট্টগ্রাম অঞ্চলের অলিম্পিয়াডে এই অঞ্চলের ৩০০টি কলেজের আড়াই হাজার প্রতিযোগীসহ প্রায় ৩ হাজার জনের সমাগমের প্রস্তুতি ছিল।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দশম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড: চট্টগ্রাম অঞ্চলের আয়োজক কমিটির এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জামালউদ্দিন আহমেদ বলেন, ‘অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি ও সাবেক মুখ্য সচিব মো. আব্দুল করিম উপস্থিত থাকার সম্মতি দিয়েছিলেন। দেশের করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে সরকার মুজিববর্ষের জনসমাবেশের আনুষ্ঠানিকতা সীমিত করেছে। বাংলাদেশ রসায়ন সমিতি দেশব্যাপী ১৩ মার্চের প্রতিযোগিতা সাময়িকভাবে স্থগিত করেছে।’

‘একইভাবে চট্টগ্রাম কলেজ ক্যম্পাসে পূর্ব নির্ধারিত রসায়ন অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতার ওই দিনের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিযোগিতার পরবর্তী তারিখ পরবর্তীতে শিক্ষক ও শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে।’

এছাড়া সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রসায়ন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী, আঞ্চলিক কমিটির প্যাট্রন আবুল হাসেম, সদস্য অধ্যাপাক জাহাঙ্গীর আলম, অধ্যাপক বন গোপাল চৌধুরী ও অধ্যাপক সুভাষ চন্দ্র দাশ।

আতঙ্ক করোনা ভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর