Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গিবাদ রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সম্মিলিত মহড়া


১০ মার্চ ২০২০ ১৯:৫৫

চট্টগ্রাম ব্যুরো: প্রথমবারের মতো সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সম্মিলিত মহড়া দিয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নৌবাহিনী। বঙ্গোপসাগরে ২৪ দিনের এই সম্মিলিত মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ‘সোয়াডস’ এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নৌবাহিনীর বিশেষ ফোর্সের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর প্যারা কমান্ডো টিমও অংশ নেয়।

মঙ্গলবার (১০ মার্চ) মহড়ার সমাপনী অনুষ্ঠান হয়েছে চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর সোয়াডসের ঘাঁটি নির্ভীক জাহাজে। এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল ছিলেন। এছাড়া মহড়ায় অংশ নেওয়া বিশেষায়িত ফোর্সের সদস্যরা ছিলেন।

বিজ্ঞাপন

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মিলিত মহড়া থান্ডার ফিস্টে সন্ত্রাসবাদ দমনে হোস্টেজ রেসকিউ অপারেশান, সন্দেহজনক জাহাজে সার্চ ও সিজার অপারেশান, ইওডিও ডেমোলিশান বিষয়ক প্রশিক্ষণ, অত্যাধুনিক অস্ত্র প্রশিক্ষণ এবং কমব্যাট মেডিকেল বিষয়ে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল।

এছাড়া তিন দেশের বিশেষায়িত ফোর্সের মধ্যে পারস্পরিক বিশেষ অভিযান পরিচালনার সক্ষমতা এবং পেশাগত জ্ঞান ও দক্ষতা বিনিময় ছিল হয়েছে।

আমেরিকা জঙ্গিবাদ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর