বৃহস্পতিবার শুরু পূর্বাচল-আমেরিকান সিটি আবাসন মেলা
১০ মার্চ ২০২০ ২০:৪৪
ঢাকা: রাজধানীর ১২টি স্থানে একযোগে শুরু হচ্ছে চার দিনব্যাপী পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা।
বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে মেলা অনুষ্ঠিত হবে ধানমন্ডি, বংশাল, মিরপুর, রামপুরা-বনশ্রী, কাকরাইল-সেগুনবাগিচা, বনানী-গুলশান ২, গুলশান ১-নিকেতন, খিলগাঁও-তালতলা, মোহাম্মদপুর, উত্তরা, ওয়ারী ও বেইলি রোড-ইস্কাটনে।
মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ মেলার আয়োজন করছে ইউএস-বাংলা এসেটস্। আবাসন প্রতিষ্ঠানটির পূর্বাচল আমেরিকান সিটিতে প্লট বুকিং দিলেই আকর্ষণীয় পুরষ্কার।
পূর্বাচল আমেরিকান সিটিতে থাকছে, আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার, ফাইভ স্টার হোটেল, ট্রেড সেন্টার, সুপার শপ, সেন্ট্রাল মসজিদ, নিজস্ব পাওয়ার স্টেশন, ট্রিপল ওয়ান সিস্টেম স্পেশাল নাম্বার।
বাংলাদেশের প্রেক্ষাপটে একটি আধুনিক আবাসন প্রকল্পে এই প্রথম একই সঙ্গে ডুপ্লেক্স জোন ও নয়নাভিরাম সৌন্দর্য’র পরিপূর্ণ কনডোমিনিয়াম উন্নত বিশ্বের আদলে তৈরি করা হবে।