Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় রংপুরের ৩ স্থানে আইসোলেশনের ব্যবস্থা


১০ মার্চ ২০২০ ২১:১৯

রংপুর: রংপুরে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে ১১ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ড ও কোয়ারেনটাইন ইউনিট তৈরি করা হয়েছে হারাগাছ ৩১ শয্যবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ও নবনির্মিত শিশু হাসপাতালে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সিভিল সার্জন হিরম্ব কুমার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

সিভিল সার্জন বলেন, তার কার্যালয়ের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে মাইকিং এর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বাড়াতে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন কাজ করছে।

সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশনের অনুরোধ জানিয়ে সিভিল সার্জন বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে আতঙ্কিত হওয়া যাবে না। বরং সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে হবে।’

আইসোলেশন আইসোলেশন ইউনিট করোনাভাইরাস রংপুরের সিভিল সার্জন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর