ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিলন (৩০)। তিনি পেশায় একজন মেকানিক। মিলন দক্ষিণ সালন্দর (পূর্ব শান্তিনগর) মহল্লার মৃত মনতাজ আলীর ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে মিলন মোটরসাইকেল যোগে কালিতলা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে উল্টো দিক থেকে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে রাস্তায় পড়ে যান মিলন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌসিক বিন মামুন বলেন, হাসপাতালে আনার আগেই মিলনের মৃত্যু হয়েছিল।