Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চেক প্রতারণার মামলা


১০ মার্চ ২০২০ ২২:২৪

‌বান্দরবান: বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগের বিরুদ্ধে ৩০ লাখ টাকার চেক প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বান্দরবানের মুখ্য বিচারিক হাকিম আদালতে জেলা ছাত্রলীগের গণযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আদনান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ হাসান বাদীর আইনজীবির অভিযোগ আমলে নিয়ে সমন জারি করেন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ অংশীদারী ব্যবসায়ের জন্য বাদীর কাছ থেকে ৩০ লাখ টাকা নেন এবং বন্ড হিসেবে একটি বেসরকারি ব্যাংকের ৩০ লাখ টাকার চেক দেন। কিন্তু বাদী ব্যাংকে টাকা উত্তোলনের জন্য গেলে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ চেকটি প্রত্যাখ্যাত হয়। এরপর বাদী প্রত্যাখ্যাত হওয়ার বিষয়‌টি কাউছার সোহাগকে জানালে তিনি পরে টাকা দিয়ে দেবেন বলে সময়ক্ষেপণ করেন। এরপরও টাকা না দেওয়ায় বাদী তাকে উকিল নোটিশ পাঠান। সোহাগ সে নোটিশেরও জবাব দেননি। পরে এ বিষয়ে মঙ্গলবার আদালতে মামলা করেন তিনি।

তবে বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেন জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ। তিনি ব‌লেন, ‘আমি তার (মোহাম্মদ আদনান) সাথে বসে বিষয়‌টি সমাধান করব।’

চেক প্রতারণার মামলা বান্দরবান ছাত্রলীগ