আফগানিস্তানের নাটকীয় হার
১০ মার্চ ২০২০ ২২:৩২
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি জিতে আগেই সিরিজ নিশ্চিত করে রেখেছিল আফগানিস্তান। তৃতীয় টি-টোয়েন্টি জিততে পারলে আইরিশদের টানা চার সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারত আফগানরা। তা আর হলো না, নাটকীয় জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে আয়ারল্যান্ড।
মঙ্গলবার (১০ মার্চ) ভারতের গ্রেটার নয়ডাতে সুপার ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে আফগানিস্তানকে হারিয়েছে আয়ারল্যান্ড। ২০১৩ সালের পর এই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানদের হারাতে পারল আইরিশরা।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৮ রান তোলে আফগানিস্তান। কিন্তু পরে জবাব দিতে নেমে এই রান তুলতেই দম ছুটে গেছে আয়ারল্যান্ডের। রশিদ খানের প্রথম পাঁচ বল থেকে পাঁচ রান তুলতে পেরেছেন কেভিন ও’ব্রায়েন ও পল স্টার্লিং। শেষ বলে দরকার ৩ রান, স্ট্রাইক প্রান্তে ছিরেন কেভিন ও’ব্রায়েন। পারবেন তো? এমনটা মনে করছিলেন অনেকেই। রশিদ যে পুরো ম্যাচ জুড়েই দুর্দান্ত বোলিং করেছিলেন। ফর্মে থাকা রশিদকে ছক্কা হাঁকিয়ে শঙ্কা উড়িয়ে আইয়ারল্যান্ডকে স্বস্তির জয় এনে দিয়েছেন ও’ব্রায়েন।
ইনিংসের শেষ ওভারটা ছিল আরও নাটকীয়। জিততে শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল ১৬ রান। প্রথম তিন বলে মাত্র তিন রান তুলে আসগর আফগানের উইকেট খোয়ালো আফগানিস্তান, ম্যাচ হেলে পড়ে আয়ারল্যান্ডের দিকে।
কিন্তু পরে তালগোল পাকিয়ে ফেললেন আইরিশ পেসার জশ লিটল। পরের তিন বল করতে ওয়াইড দিলেন দুটি। বলের লাইন ঠিক রাখতে পারলেন না। এই সুযোগ কাজে লাগিয়ে এক ছয়, এক চারে ১০ রান তুলে নিলেন রশিদ খান। ওয়াইডের দুই মিলিয়ে শেষ তিন বলে উঠল ১২ রান, ম্যাচ টাই। ব্যাস, সুপার ওভারে গড়ায় ম্যাচ।
এর আগে মূল ম্যাচে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে আয়ারল্যান্ড। আইরিশদের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক গ্যারেথ ডেলানি, ২৯ বল খেলে ৪ চারে ৩৭ করেছেন।
পরে জবাব দিতে নেমে আফগানিস্তানের ১৪২ রানের স্কোরে বড় অবদান রহমতুল্লাহ গুলবাজের। ২৯ বলে ৩টি করে চার ছয় হাঁকিয়ে ৪২ রান করেন ওপেনিং ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ করেছেন অধিনায়ক আসগর আফগান।