Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা প্রতিরোধে নরসিংদীতে মতবিনমিয় সভা অনুষ্ঠিত


১১ মার্চ ২০২০ ০৬:৫৩

নরসিংদী: নরসিংদীতে করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য বিভাগের আয়োজনে সভায় সভাপত্বিত করেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

এসময় সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, ডা. মুজাম্মেল হক কমলসহ জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাব নিয়ে আতঙ্কিত না হয়ে মোকাবিলার লক্ষে স্বাস্থ্য বিভাগের দেয়া নির্দেশনা মেনে চলতে আহ্বান জানান বক্তারা। বাংলাদেশে করোনার উপস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার ও স্বাস্থ্য বিভাগের যথেষ্ট নজরদারির পাশাপাশি জনগণের সহায়তা প্রত্যাশা করেন তারা।

এ জন্য করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনামূলক পোস্টার ও নিদের্শনাপত্র প্রচারের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম শুরু করা হয়।

এদিকে রংপুরে ছয়টি ওষুধের দোকানে সার্জিক্যাল মাস্ক, হ্যান্ডওয়াস ও ওষুধের দাম বেশি নেয়ায় অভিযোগে পয়তাল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।

মঙ্গলবার দুপুরে নগরীর কাচারী বাজার এলাকায়এ অভিযান পরিচালনা করেন নির্বাহী মেজিস্ট্রেট আফরিন জাহান ও তনুকা ভৌমিক।

এসময় মানুষের অসহায়ত্বকে পুঁজি করে অতিরিক্ত মুনাফার চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য ওষুধ ব্যবসায়ীদের সতর্ক করেন আদালত। আদালত পরিচালনাকালে পনেরো টাকার একটি মাস্ক দু’শ টাকা বিক্রির সময় বেগম ফার্মেসির কর্মচারীকে হাতে নাতে ধরা হয়। পরে তাদের বিশ হাজার টাকা জরিমানা করেন আদালত।

বিজ্ঞাপন

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে রংপুরে ফার্মেসি গুলোতে মাস্ক সংকট দেখিয়ে কয়েকগুণ বেশী দামে বিক্রি শুরু করে ব্যবসায়ীরা। ওষুধ ব্যবসায়ীদের এমন কর্মকান্ড নীতি নৈতিকতা বিবর্জিত উল্লেখ করে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান।

করোনাভাইরাস নরসিংদী মত বিনিময় সভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর