০১৯৪৪৩৩৩২২২ আইইডিসিআরের হান্টিং নম্বর
১১ মার্চ ২০২০ ১৩:২৪ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৫:২৩
ঢাকা: জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর হটলাইন নম্বর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ০১৯৪৪৩৩৩২২২ নম্বরটি হান্টিং নম্বর হিসেবে ব্যবহার করা যাবে।
বুধবার (১১ মার্চ) করোনা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ নম্বর দেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
হটলাইনে যোগাযোগ করে না পাওয়া বা ব্যস্ত পাওয়া যায় এমন অভিযোগে নতুন নম্বর দেওয়া হয়েছে বলে জানান ডা. মীরজাদী। তিনি জানান, করোনাভাইরাস সংক্রান্ত হটলাইন নাম্বার ১২ টি ও স্বাস্থ্য বাতায়নের নম্বর ১৬২৬৩। এখন একটি নম্বর নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে ০১৯৪৪৩৩৩২২২ – হান্টিং নম্বর হিসেবে ব্যবহার হবে। এই এক নম্বরেই ফোন করা হলে যে নম্বরটি ফ্রি থাকবে তাতে কানেক্ট হয়ে যাবে। এই নম্বরটিকে টোল ফ্রি রাখার ব্যবস্থা করা হচ্ছে। আশা করা হচ্ছে, আগামীকালের (১২ মার্চ) মধ্যে হয়ে যাবে।
এছাড়া, ব্রিফিংয়ে আরো জানানো হয়, আইইডিসিআরের হটলাইনে ২৪ ঘণ্টায় তিন হাজার ২২৫টি কল এসেছে। তিন হাজার ১৪৫ টি কল এসেছে কভিড-১৯ সংক্রান্ত বিষয়ে জানার জন্যে।
২৪ ঘণ্টায় আরও ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে সর্বমোট ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই ১৪২ জনের কারও মধ্যেই করোনাভাইরাস পাওয়া যায় নি।
বর্তমানে আইসোলেশনে আছেন আটজন।