Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রয়োজন নেই, গুজব ছড়াবেন না’


১১ মার্চ ২০২০ ১৮:০৪

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি [ফাইল ছবি]

ঢাকা: করোনাভাইরাসের কারণে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার প্রয়োজন হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটি জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

বুধবার (১১ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ সব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এখনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত দিইনি। কেন আমরা এখনও সিদ্ধান্ত দিইনি, তার কারণ আপনারা নিজেরাই শুনেছেন। আইইডিসিসিআর মহাপরিচালক বলেছেন, করোনাভাইরাস নিয়ে বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিদ্যমান, তাতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার পরিস্থিতি হয়নি।’

দীপু মনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কোনো মহল থেকে এ বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত না বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত না পাবো, ততক্ষণ আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেব না। অনেকে গুজব ছড়ানোর চেষ্টা করছেন। তাদের প্রতি আমাদের আহ্বান কেউ গুজব ছড়াবেন না।’

তিনি বলেন, ‘সারাবিশ্ব এখন করোনাভাইরাস নিয়ে অস্থিতিশীল পরিস্থিতিতে আছে। আমরা এখনও ভালো অবস্থানে আছি। যারা বিদেশ থেকে এসেছেন তারা নিজেকে আলাদা রাখবেন, যেন অন্য কেউ আক্রান্ত না হয়। আমরা এ বিপদ থেকে উদ্ধার পাবো।’

আলোচনা সভায় ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডিআরইউ নারী বিষয়ক সম্পাদক রিতা নাহার, ডিআরইউ কার্যনির্বাহী সদস্য আহমেদ মুশফিকা নাজনীন, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ডিআরইউ সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীসহ অনেকে।

আরও পড়ুন

‘করোনা নিয়ে সরকার চরম উদাসীনতা ও খামখেয়ালিপনা প্রদর্শন করছে’
‘করোনার প্রস্তুতি আছে বলেই মুজিববর্ষের অনুষ্ঠান কাঁটছাট হয়েছে’
করোনা আক্রান্ত ২ জনের প্রথম রিপোর্ট নেগেটিভ: আইইডিসিআর
করোনা মোকাবিলায় কক্সবাজারে সর্বোচ্চ সতর্কতা
করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর সাধারণ সাবানও
করোনা আক্রান্ত ২ জনের প্রথম রিপোর্ট নেগেটিভ: আইইডিসিআর

করোনাভাইরাস টপ নিউজ দীপু মনি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষামন্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর