Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে ২১শ কোটি টাকার প্রস্তাব অনুমোদন


১১ মার্চ ২০২০ ১৯:৩৬

ঢাকা: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে দুই হাজার ১১৬ কোটি ৫১ লাখ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়া আরও দুইটি প্রকল্পের জন্য ২৪৭ কোটি ৬৩ লাখ ১ হাজার ৫৫০ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে কমিটির বৈঠকে। এর মধ্যে একটি ক্রয় প্রস্তাবের আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম কেনার অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলনকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ম পর্যায়) প্রকল্পের পূর্ত কাজসহ অন্যান্য অবকাঠামো উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। ছয়টি প্রতিষ্ঠান এসব কাজের জন্য দরপত্র দাখিল করে। এর মধ্য থেকে চীনের বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপকে (বিইউসিজে) দুই হাজার ১১৬ কোটি ৫১ লাখ টাকায় ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। সে ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয় আজকের বৈঠকে।

চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিমানবন্দর সম্প্রসারণের কাজে প্রভাব পড়বে কি না— জানতে চাইলে সচিব বলেন, এমনিতেই সব প্রক্রিয়া শেষ করে প্রকল্পের কাজ শুরু করতেই আরও মাস ছয়েক সময় লাগবে। তাই কাজে দেরি হওয়ার আশঙ্কা নেই।

বিজ্ঞাপন

দেশের বিমানবন্দরগুলোর মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরই অবস্থান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের। ১৯৯৮ সালে সিলেট-লন্ডন ফ্লাইটের মাধ্যমে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করে এটি। এরপর বিমানবন্দরটির যাত্রী বহন সক্ষমতা বেড়েছে। এবার বিমানবন্দরটির সার্বিক সক্ষমতা বাড়াতে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ওসমানী বিমানবন্দরকে বোয়িং ৭৭৭ ধরনের উড়োজাহাজ চলাচলের উপযোগী করে গড়ে তুলতে রানওয়েকে উপযোগী করে তোলা সংক্রান্ত আরও একটি প্রকল্পের কাজ চলছে।

৫০ হাজার টন গম আমদানির প্রস্তাবে অনুমোদন

বৈঠকে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০১৯-২০২০ অর্থবছরে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ২০১৯-২০২০ অর্থ বছরে সরকারি ভাণ্ডারে গমের মজুত বাড়াতে প্যাকেজ-৩ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির জন্য দরপত্রের সব প্রক্রিয়া শেষ করা হয়। প্রতি মেট্রিক টন গম ২৬৫ দশমিক ৩৮ মার্কিন ডলার হিসেবে এই ক্রয় প্রস্তাবে মোট ব্যয় হবে ১১২ কোটি ৭২ লাখ ১ হাজার ৫৫০ টাকা।

সরকারি কর্মচারী হাসপাতালের উন্নয়ন প্রস্তাবে অনুমোদন

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যার হাসপাতালে উন্নীত করা’র পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ডেলিগেটেড ওয়ার্ক হিসেবে গণপূর্ত অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের ১৬ তলা ভবন নির্মাণসহ আনুষঙ্গিক কাজের দরপত্রের সব প্রক্রিয়া শেষ হয়েছে। সর্বনিম্ন দরদাতা ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের  কাছ থেকে ১৩৪ কোটি ৯১ লাখ টাকায় ক্রয় প্রস্তাব উপস্থাপনের পর তা অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে।

৫০ হাজার মেট্রিক টন গম ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গম কেনার প্রস্তাব সরকারি কর্মচারী হাসপাতাল

বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর