Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে বাবাসহ চীনফেরত ছেলে হোম কোয়ারেনটাইনে


১১ মার্চ ২০২০ ১৯:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর: দিনাজপুরে চীন ফেরত এক শিক্ষার্থী করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত সন্দেহে তাকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। একইসঙ্গে তার বাবাও আক্রান্ত হয়েছেন বলে ধারণা করায় তাকেও আলাদা স্থানে কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২৭ ফেব্রুয়ারি চীন থেকে নিজের বাড়ি দিনাজপুরে ফেরেন ২৫ বছর বয়সী ওই শিক্ষার্থী। সিভিল সার্জন অফিসের মাঠকর্মীরা গত মঙ্গলবার বিকেলে ওতার খোঁজ পায়। জানা যায়, জ্বর-সর্দিসহ শ্বাসকষ্ট রয়েছে তার। পরে সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণে তাকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়।

বিজ্ঞাপন

আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় ওই ছাত্রের নাম গোপন রাখা হয়েছে বলে জানান ডা. মো. আব্দুল কুদ্দুস। তিনি বলেন, ঢাকার আইইডিসিআরকে বিষয়টি জানানো হয়েছে। তাদের একটি দল দিনাজপুরে এসে ওই ছাত্র ও তার বাবার নমুনা সংগ্রহ করবেন। এরপরই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে কিছু বলা যাবে।

সিভিল সার্জন বলেন, বিষয়টি সার্বক্ষণিক তদারকি করছে দিনাজপুর স্বাস্থ্য বিভাগ। এ ছাড়াও জেলায় করোনাভাইরাস প্রতিরোধে ব্যাপক পদক্ষেপ নেয়া হয়েছে। হিলি স্থল বন্দর ও বিরল পোর্টে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

দিনাজপুরে কোয়ারেনটাইন দিনাজপুরের সিভিল সার্জন হোম কোয়ারেনটাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর