Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ৩৩ নেতাকর্মী কারাগারে


১১ মার্চ ২০২০ ২১:০৯

নাটোর: নাটোরের সিংড়া থেকে গ্রেফতার ৫০ জামায়াত-শিবির নেতাকর্মির মধ্যে ৩৩ জনকে কারাগারে এবং ১৭ জনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ মার্চ) নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রেজাউল করিমের আদালত এই নির্দেশ দেন।

দুপুরে কড়া পুলিশ প্রহরায় অভিযুক্ত জামায়াত-শিবির নেতাকর্মিদের সিংড়া থেকে জেলা সদরের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক রেজাউল করিম তিন নেতাসহ ৩৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অবশিষ্ট ১৭ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে পাঠানো হয়।

সেখানে শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক এমদাদুল হক তাদেরকে যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সিংড়া উপজেলার চক গোপাল এলাকার একটি বাঁশঝাড় থেকে জেলা জামায়াতের সাবেক আমীর বেলালুজ্জামান, জেলা ছাত্র শিবিরের সভাপতি হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ দলের ৫০ নেতা কর্মিকে আটক করে পুলিশ।

৩৩ নেতাকর্মী কারাগারে জামায়াত-শিবির নাশকতার মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর