Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কভিড-১৯ প্রতিরোধে প্রস্তুত নরসিংদী, ২ ইতালিফেরত কোয়ারেনটাইনে


১১ মার্চ ২০২০ ২১:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: এক সপ্তাহ আগে দেশে ফেরা ইতালিফেরত দুই ব্যক্তিকে নিজেদের বাড়িতে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এরা দুজনেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ নিজ বাড়িতে কোয়ারেনটাইনে রয়েছেন। তাদের দুজনের শরীরে কোনো কোভিড-১৯ রোগের কোনো উপসর্গ দেখা যায় কিনা তা লক্ষ্য রাখা হচ্ছে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ প্রতিরোধে ও আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে আইসোলেশন সেন্টার ঘোষণা করা হয়েছে। এখানে ১০০ শয্যার ব্যবস্থা রাখা হবে। এছাড়া নরসিংদীর জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে বিভিন্ন পর্যায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নরসিংদীর প্রধান দুটো চিকিৎসাকেন্দ্র জেলা ও সদর হাসপাতালসহ সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

পরিস্থিতি অনুযায়ী সর্বোচ্চ সেবা দিতে জেলার সরকারি হাসপাতালগুলো প্রস্তুত বলে জানিয়েছেন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

এছাড়া সচেতনতা বৃদ্ধি ও প্রবাস ফেরত ব্যক্তিদের বিষয়ে সতর্কতামূলক নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

ইতালিফেরত নরসিংদীতে করোনাভাইরাস মোকাবিলা হোম কোয়ারেনটাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর