Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোড়া মাথার শিশুদের চিকিৎসার প্রথম ধাপ সফল


২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৪ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ১৭:১৬

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা : জোড়া মাথার শিশু রাবেয়া-রোকাইয়ার চিকিৎসার প্রথম ধাপ সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ সকালে (২৭ ফেব্রুয়ারি) চিকিৎসার প্রথম ধাপ হিসেবে দুই শিশুর এনজিওগ্রাম করা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এনজিওগ্রাম চলে সাড়ে ১১টা পর্যন্ত।

এনজিওগ্রাম শেষে সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, আজকের পরীক্ষায় তাদের মস্তিষ্কে রক্তচলাচল কী অবস্থায় আছে তা দেখা হয়েছে। মস্তিষ্কের রক্তনালিগুলো কী অবস্থায় আছে তাও পরীক্ষা করা হয়েছে। এটি ছিল জটিল তবে কালকের ধাপটা আরও জটিল হবে।

‘আমরা আশা করছি কোনো ধরনের দুর্ঘটনা না ঘটলে এই চিকিৎসা শেষ করতে বছরখানেক সময় লাগবে। ওদের দুইজনের ব্রেইন এক হয়ে আছে।’

রাবেয়া-রোকাইয়ার অজ্ঞান করানোর বিষয়টি ছিল সবচেয়ে জটিল। এখন ওই দুই শিশুর জ্ঞান ফিরেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বার্ন ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্তলাল সেন, বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম ও  ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. শফিকুল ইসলাম, অধ্যাপক অসিত চন্দ্র সরকার ও হাঙ্গেরি থেকে আসা দুই চিকিৎসক।

সারাবাংলা/জেএ/একে

আরও পড়ুন :  গবেষণার জন্য হলেও মেয়ে দু’টি রাখুন, আকুতি রাবেয়া-রোকাইয়ার মা’র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর