বগুড়া: নভেল করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় বগুড়ায় বিদেশফেরত পাঁজজনকে হোম কোয়ারেনটাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। বুধবার (১১ মার্চ) দুপুর থেকে এক নারী ও চার পুরুষকে কোয়ারেনটাইন করা হয়।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু ও বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই দুই কর্মকর্তা জানান, ইতালি ও চীন থেকে সম্প্রতি দেশের বাড়ি বগুড়ায় ফেরেন এই পাঁচজন। তারা এলাকায় পৌঁছলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও তাদের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি। তবু নিরাপত্তার খাতিরে তাদের হোম কোয়ারেনটাইন করা হয়েছে। তাদের নজরদারির মধ্যে রাখা হয়েছে, সেইসঙ্গে চলাচলেও বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
বগুড়ার সিভিল সার্জন ডা. গাউসুল আজিম চৌধুরি বলেন, নভেল করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিদেশ ফেরত ব্যক্তিরা সুস্থ আছেন। তাদের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর সম্ভবনা নেই। কিন্তু অধিকতর সতর্কতা এবং জনমনের শঙ্কা দূর করতেই তাঁরা এখন স্বাস্থ্য বিভাগের নজরদারিতে রয়েছেন।